হাটহাজারীতে ৪৬টি বিদ্যালয়ের এস এস সি পরীক্ষায় মোট ৭হাজার ২শ ৮৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৬ হাজার ৬ শ ৬ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে মোট জিপিএ পেয়েছে ৮শ ১৯ জন, পাশের হার ৯০.৬৪ ভাগ। তৎমধ্যে চট্টগ্রাম সেনা নিবাস উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে শতভাগ পাস করেছে।
চট্টগ্রাম সেনা নিবাস উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১শ ২৫ জন। পাশ করেছে সমপরিমাণ। জিপিএ পেয়েছে ৭০ জন। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ১শ ৭৬ জন। পাশ করেছে সমপরিমাণ। জিপিএ পেয়েছে ৪৩ জন। পাশের হার ৯০.৬৪ ভাগ।
৪টি কারিগরি স্কুলে মোট পরীক্ষার্থী ২শ ৬১জন। পাশ করেছে ২শ ৪৩ জন। জিপিএ পেয়েছে ২৫ জন। পাশের হার ৯৩.১০ ভাগ।
এদিকে উপজেলায় ২৩ টি মাদ্রাসায় এবার মোট পরীক্ষার্থী ছিল ৮ শ ৫২ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৭শ ৭২ জন। জিপিএ পেয়েছে ৪১ জন। পাশের হার ৯০.৬১ ভাগ।
মির্জাপুর গাউছিয়া বাকেরিয়া দাখিল মাদ্রাসায় ও হযরত আকবর শাহ (রাঃ) মাদ্রাসায় শতভাগ পাস করেছে। বাকেরিয়া মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল ৩৯ জন। পাশ ও করেছে সমপরিমান। জিপিএ পেয়েছে ৮ জন। গত বছরও এই মাদ্রাসায় শতভাগ পাস করেছিল। আকবর শাহ (রাঃ) মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল ৪২ জন। পাশ ও করেছে সম পরিমান। জিপিএ পেয়েছে ১ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা সূত্র এই তথ্য গনমাধ্যমকে জানিয়েছেন।