হাটহাজারীতে কাজী মো.ইয়াছিন (৪১) নামের দুবাই প্রবাসী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত প্রবাসী ইয়াছিন উপজেলার ৮ নং মেখল ইউনিয়নের ৮ নং ওয়াডস্থ নজর মোহাম্মদ কাজী পাড়ার মরহুম মোহাম্মদ আবদুস সালামের পুত্র। সে দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ নানা জটিল রোগে ভোগছিলো।
নিহতের ভাইপো প্রবাসী কাজী মিজানুর রহমান ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পরিবারের মেঝ সন্তান ইয়াছিন ভাগ্য পরিবর্তন করে সংসারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে গত ১২ বছর পূর্বে মাতৃভূমির মায়া ছেড়ে আরব আমিরাতের দুবাই পাড়ি জমান। গত চার বছর পূর্বে তিনি ছুটি কাটিয়ে পুনরায় প্রবাসের কর্মস্থলে ফিরে যান।অনেক কাঠ খড় পুড়িয়ে দীর্ঘ দশ বছর পর আরব আমিরাতের দুবাই শারজাহ মাজাররাহ পার্কের পাশে যৌথ মালিকানায় আল মাসা আল হামরা ক্যাফেটেরিয়া নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। দেশ থেকে নিয়ে যান পরিবারের সদস্য ছোট দুই ভাই ও এক ভাকিজাকেও। ভালই চলছিলো সব। কিন্তু দুর্ভাগ্য গত ৯/১০ মাস পূর্বে হঠাৎ করে ইয়াছিন প্রবাসে অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ। পরে তাকে উপযুক্ত চিকিৎসার জন্য তিন মাস পূর্বে দেশের গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। ভর্তি করা হয় নগরীর একটি প্রাইভেট হাসপাতালে। সেখানে ডাক্তারের পরামর্শে করা হয় অপারেশন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওযা হয়। সেখান থেকে গত ২ মাস আগে দেশে ফিরে ডাক্তারদের পরামর্শে যাচ্ছিলো দিনগুলো। এর মধ্যে গত চারদিন পূর্বে শারিরিক অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় তাকে। সেখানেই মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ইয়াছিনের। এদিকে তার মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে পাড়া প্রতিবেশীসহ সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেশী বাংরাদেশ ইসলামী যুবসেনা মেখল শাখার সভাপতি মো.আবদুল মালেক সুমন জানান, একইদিন রাত ১১ টার দিকে মরহুমের গ্রামের বাড়ী নজর মোহাম্মদ কাজী পাড়া জামে মসজিদ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।