হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আবু রায়হান বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দূর্নীতির বিষয়ে সজাগ করতে পারলে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কারন আজকের দিনের শিক্ষার্থীরাই আগামীতে দেশ পরিচালনা করবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষক সমাজকে সর্বাধিক সচেষ্ট থেকে দায়িত্ব নিতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার হাটহাজারী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত দূর্নীতি দমন কমিশন শক্তিশালী করন প্রকল্পের আওতায় শিক্ষা বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদ আহম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মুসলিম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাটিরহাট ও ফতেপুর মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদ্বয় যথাক্রমে শিমুল কান্তি মহাজন ও সুনিল কান্তি দে। এই সময় সংগঠনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।