চট্টগ্রামের হাটহাজারীতে র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দায়িত্বশীল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠার পঞ্চম পদার্পন বার্ষিকী উদযাপিত হয়েছে। দেশ রুপান্তরের চট্টগ্রাম হাটহাজারী প্রতিনিধি কেশব কুমার বড়ুয়া এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এ উপলক্ষে গতকাল রবিবার (১২ মার্চ) সকাল এগারটায় হাটহাজারী উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ষপূর্তির কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, হাটহাজারী ফাযার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো.শাহজাহান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সরওয়ার মোর্শেদ তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল আলম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি সুলতানুল আলম চৌধুরী, হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জসিম উদ্দীন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি সৈয়দ মো.সেলিম উদ্দিন, উত্তর চট্টলা পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, আইটি বিশেষজ্ঞ জসিম উদ্দিন সিকদার, হাটহাজারী প্রেস ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো.হোসেন, খোরশেদ আলম শিমুল, আসলাম পারভেজ, মো.আলাউদ্দীন।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।