হাটহাজারীতে নালার পানিতে পড়ে গিয়ে নিপা পালিত (২৪) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (০৭ অগাস্ট) সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডস্থ ইসলামিয়া হাটের বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার উত্তম পালিতের কন্যা হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিপা পালিত সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে কলেজের পরিক্ষা কেন্দ্রে যাওয়ার সময় কয়েক দিনের প্রবল বর্ষনে রাস্তায় জলবদ্ধতার কারণে হঠাৎ পা পিছলে পার্শ্ববর্তী নালায় পড়ে যায়। পরে উপস্থিত লোকজন তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই বাদল পালিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিপা মৃগী রোগ ছিলো।
এদিকে হাটহাজারী মডেল থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।