হাটহাজারী উপজেলায় ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলার পলাতক আসামি ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. গিয়াস উদ্দিন কে গ্রেফতার করেছে র্যাব-৭ এর সদস্যরা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে র্যাব ৭ এর হাটহাজারী সিপিসি ক্যাম্প-২ এর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার বিকাল পাঁচটার দিকে পৌরসভার ইস্টার্ন শপিং সেন্টার এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মো. গিয়াস উদ্দিন ১০নং উত্তর মার্দাশা ইউনিয়ন এলাকার জহুরুল আলমের পুত্র।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিএনপির ডাকা অবরোধ চলাকালে রাত আনুমানিক ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছডি মহাসড়কে অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারীরা সরকার বিরোধী বিভিন্ন ধরণের স্লোগান দিয়ে লাঠি-সোঠা, লোহার রড ইত্যাদি নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, সাধারণ জনগণের মাঝে ভয়-ভীতির উদ্দেশ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতামূলক কর্মকান্ড সৃষ্টি করে। এ ঘটনায় ভিকটিম জিসান চৌধুরী নাসের এক ব্যক্তি বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ৩৫ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনাময় ৭০/৮০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৫।
র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার জানান, উক্ত মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে, এক পর্যায়ে র্যাব-৭ জানতে পারে যে, ওই মামলার পলাতক আসামি মো. গিয়াস উদ্দিন হাটহাজারী থানাধীন ইস্টার্ন শপিং সেন্টার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে গ্রেফতারকৃত আসামি কে সংশ্লিষ্ট হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।