চট্টগ্রাম 2:30 am, Saturday, 21 September 2024
স্থান পেয়েছে ৭৮ পদের পিঠাপুলি

হাটহাজারীতে পথ শিশুদের নিয়ে পিঠাপুলি উৎসব!

চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসব, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকালের দিকে উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম.মশিউজ্জামান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ একরাম উদ্দীন, ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শওকত আলম শওকত, বিশিষ্ট ব্যবসায়ী ও সবাজসেবক মোহাম্মদ আলমগীর, কন্ঠশিল্পী মো: গিয়াস উদ্দীন এবং আরও অনেকে।

এর আগে প্রধান অতিথি ফিতা কেটে পিঠাশালার শুভ উদ্ভোধন করেন এবং প্রধান অতিথি সহ উপস্থিত সকলেই পিঠাশালা পরিদর্শন করেন।

শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের মাঠে এ উপলক্ষ্যে বাঙালীয়ানার পসরায় ঠাঁই পেয়েছে কর্ণফুলী, হালদা, ডিসি হিল্, চন্দ্রনাথ পাহাড়, ফয়েজ লেক এবং পতেঙ্গা বীচ ইত্যাদি নানা ঐতিহ্যবাহী স্থানের নামে পিঠাশালা যাতে গ্রাম বাংলার ৭৮ রকম বাহারী স্বাদের পিঠাপুলির সংযোগ ঘটানো হয়। সুবিধাবঞ্চিত শিশুদের মিলনমেলায় শীতকালীন অপরাহ্নে অনিন্দ্য সুন্দর এ পিঠা উৎসবে দেখা মিলেছে ঐতিহ্যবাহী ভাপা পিঠা, ঝোল ভাপা পিঠা, ইলিশ ভাপা পিঠা, ভাপা পুলি পিঠা, ক্ষীর পাটিসাপটা পিঠা, মালপোয়া পিঠা, খোলা পুলি পিঠা, ঝাল পুলি পিঠা, ছেঁকাপুলি পিঠা, দুধ চিতই পিঠা, দুধ পুলি পিঠা, ভর্তা চিতই পিঠা, সিঁধোল ভর্তা চিতই পিঠা, নারিকেল পার্টিসাপটা পিঠা, রস পাটিসাপটা পিঠা, রসপোয়া পিঠা, সুজির বড়া পিঠা, সাবু দানার ক্ষীর পিঠা, চুটকি পিঠা, পাউরুটির মালাই পিঠা, আতিক্কা পিঠা, মোমো পিঠা, মেরা পিঠা, কুলফি পিঠা, ছঁই পাক্কন পিঠা, সবজি পাকোড়া পিঠা, আলুর পরটার সাথে হাঁসের মাংসের কালিয়া, ঝিনুক পিঠা, চিরুনি পিঠা, পাতা পিঠা, গোলাপ পিঠা, সিরিঞ্জ পিঠা, ধুঁপপায়েস পিঠা, ঝর্ণা পিঠা, হ্নদয় হরণ পিঠা, সুজির বিস্কুট পিঠা, ডনেট পিঠা, বিবিখানা পিঠা, জামাই পিঠা, বিন্নি পাটিসাপটা পিঠা, খাসির মাংসের ড্যানিশ পিঠা, বড় আলু দিয়ে দেশি মুরগির ঝোল সাথে ভাপা পিঠা, ফ্লাওয়ার সমুচা, ডিমের পানতুয়া পিঠা, ডিম পেস্ট্রি পিঠা, ফিস ফিঙ্গার, আলুপুরি পিঠা, সরিষা ভর্তা দিয়ে রুটি, কদম ফুল পিঠা, তালের কেক পিঠা, সুজির ফ্রাইজাম পিঠা, লবঙ্গ লতিকা পিঠা, ডিম বালিশ সুন্দরি পিঠা, পাঁপড়ি পিঠা, ম্যাশড পটেটো সার্কল ফ্রাই, নুনগড়া পিঠা, দুধতক্তি পিঠা,সুজির পুয় মিষ্টি, চিকেন বক্স পিঠা, সাবুদানার পায়েস ,চিকেন স্যানডুইস,এগ স্যানডুসইস, নকশা পিঠা, নারকেল বরফি, মুগ পাকন,অন্থন, ফ্রাই ক্রিসপি পুলি পিঠা, চালের গুড়ার রসগোল্লা ইত্যাদি।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন। কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে তৃতীয় পর্বের আয়োজনে ছিলো কন্ঠশিল্পী মো: গিয়াস উদ্দিন এবং কেন্দ্রের শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষভাগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার জানান, মূলত নতুন বছর উপলক্ষে শীতের মৌসুমে শিশুদের বাঙালি জাতিসত্ত্বার সাথে পরিচয় ঘটিয়ে তাদের মুখে হাসি ফোঁটানোর প্রয়াসে আমাদের এই আয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাই প্রফেশনাল সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান

স্থান পেয়েছে ৭৮ পদের পিঠাপুলি

হাটহাজারীতে পথ শিশুদের নিয়ে পিঠাপুলি উৎসব!

Update Time : 06:04:18 pm, Wednesday, 7 February 2024

চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসব, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকালের দিকে উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম.মশিউজ্জামান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ একরাম উদ্দীন, ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শওকত আলম শওকত, বিশিষ্ট ব্যবসায়ী ও সবাজসেবক মোহাম্মদ আলমগীর, কন্ঠশিল্পী মো: গিয়াস উদ্দীন এবং আরও অনেকে।

এর আগে প্রধান অতিথি ফিতা কেটে পিঠাশালার শুভ উদ্ভোধন করেন এবং প্রধান অতিথি সহ উপস্থিত সকলেই পিঠাশালা পরিদর্শন করেন।

শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের মাঠে এ উপলক্ষ্যে বাঙালীয়ানার পসরায় ঠাঁই পেয়েছে কর্ণফুলী, হালদা, ডিসি হিল্, চন্দ্রনাথ পাহাড়, ফয়েজ লেক এবং পতেঙ্গা বীচ ইত্যাদি নানা ঐতিহ্যবাহী স্থানের নামে পিঠাশালা যাতে গ্রাম বাংলার ৭৮ রকম বাহারী স্বাদের পিঠাপুলির সংযোগ ঘটানো হয়। সুবিধাবঞ্চিত শিশুদের মিলনমেলায় শীতকালীন অপরাহ্নে অনিন্দ্য সুন্দর এ পিঠা উৎসবে দেখা মিলেছে ঐতিহ্যবাহী ভাপা পিঠা, ঝোল ভাপা পিঠা, ইলিশ ভাপা পিঠা, ভাপা পুলি পিঠা, ক্ষীর পাটিসাপটা পিঠা, মালপোয়া পিঠা, খোলা পুলি পিঠা, ঝাল পুলি পিঠা, ছেঁকাপুলি পিঠা, দুধ চিতই পিঠা, দুধ পুলি পিঠা, ভর্তা চিতই পিঠা, সিঁধোল ভর্তা চিতই পিঠা, নারিকেল পার্টিসাপটা পিঠা, রস পাটিসাপটা পিঠা, রসপোয়া পিঠা, সুজির বড়া পিঠা, সাবু দানার ক্ষীর পিঠা, চুটকি পিঠা, পাউরুটির মালাই পিঠা, আতিক্কা পিঠা, মোমো পিঠা, মেরা পিঠা, কুলফি পিঠা, ছঁই পাক্কন পিঠা, সবজি পাকোড়া পিঠা, আলুর পরটার সাথে হাঁসের মাংসের কালিয়া, ঝিনুক পিঠা, চিরুনি পিঠা, পাতা পিঠা, গোলাপ পিঠা, সিরিঞ্জ পিঠা, ধুঁপপায়েস পিঠা, ঝর্ণা পিঠা, হ্নদয় হরণ পিঠা, সুজির বিস্কুট পিঠা, ডনেট পিঠা, বিবিখানা পিঠা, জামাই পিঠা, বিন্নি পাটিসাপটা পিঠা, খাসির মাংসের ড্যানিশ পিঠা, বড় আলু দিয়ে দেশি মুরগির ঝোল সাথে ভাপা পিঠা, ফ্লাওয়ার সমুচা, ডিমের পানতুয়া পিঠা, ডিম পেস্ট্রি পিঠা, ফিস ফিঙ্গার, আলুপুরি পিঠা, সরিষা ভর্তা দিয়ে রুটি, কদম ফুল পিঠা, তালের কেক পিঠা, সুজির ফ্রাইজাম পিঠা, লবঙ্গ লতিকা পিঠা, ডিম বালিশ সুন্দরি পিঠা, পাঁপড়ি পিঠা, ম্যাশড পটেটো সার্কল ফ্রাই, নুনগড়া পিঠা, দুধতক্তি পিঠা,সুজির পুয় মিষ্টি, চিকেন বক্স পিঠা, সাবুদানার পায়েস ,চিকেন স্যানডুইস,এগ স্যানডুসইস, নকশা পিঠা, নারকেল বরফি, মুগ পাকন,অন্থন, ফ্রাই ক্রিসপি পুলি পিঠা, চালের গুড়ার রসগোল্লা ইত্যাদি।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন। কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে তৃতীয় পর্বের আয়োজনে ছিলো কন্ঠশিল্পী মো: গিয়াস উদ্দিন এবং কেন্দ্রের শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষভাগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার জানান, মূলত নতুন বছর উপলক্ষে শীতের মৌসুমে শিশুদের বাঙালি জাতিসত্ত্বার সাথে পরিচয় ঘটিয়ে তাদের মুখে হাসি ফোঁটানোর প্রয়াসে আমাদের এই আয়োজন।