হাটহাজারীতে বৌদ্ধ ধর্মীয় গুরু পন্ডিত শ্রীমৎ শান্তপদ মহাথের এর ৩৫ তম প্রয়ান বার্ষিকী শুক্রবার পালন করা হয়েছে।
এ উপলক্ষে মির্জাপুর গৌতমাশ্রম বিহারের ৬ষ্ট সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে অস্ট উপকরনসহ সংঘদান ও স্মৃতি চারন সভার আয়োজন করা হয়েছে।
গ্রামবাসীর সহযোগীতায়, গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটির তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । এ উপলক্ষে আয়োজিত স্মৃতি চারন সভায় সভাপতিত্ব করেন ড,দেবপ্রিয় মহাথের। সভার উদ্বোধক ছিলেন ভদন্ত শাসনানন্দ মহাথের। এতে স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণত সম্পাদক অনুপম বড়ুয়া। অনুষ্ঠানে অতিথি ছিলেন বুদ্ধপ্রিয় মহাথের, ড,বুদ্ধপাল মহাথের, আনন্দ রত্ন মহাথের।
সভার শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, দুলাল কান্তি বড়ুয়া, সুব্রত বড়ুয়া, সুজন বড়ুয়া মামুন প্রমূখ।