হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে হাফছা নামের ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) তিনটার দিকে উপজেলার গুমানমর্দন ইউপির ৪নং ওয়ার্ডস্থ রহমান আলী টেন্ডলের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার দিন রবিবার দুপুর আড়াইটার দিকে ওই এলাকার ওমান প্রবাসী আবুল হোসেনের কন্যা শিশু কন্যা হাফছা পরিবারের সবার অজান্তে বসতঘরের পাশের পুকুরে পড়ে যায়। এসময় তার চাচী ঘটনাটি দেখে দৌঁড়ে পুকুরে ঝাপিয়ে পড়ে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ওই এলাকার শামসুদ্দিন পানিতে পড়ে হাফছার নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা এ প্রতিবেদক কে জানান, শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়া তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছিলো।