হাটহাজারীতে মো. সরওয়ার খান প্রকাশ মনু (৪৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
শনিবার (১ জুলাই) গভীর রাতে উপজেলার ফতেয়াবাদ বালুরটাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডস্থ ফতেয়াবাদ এলাকার মুল্লুক শাহ হাজী বাড়ির মৃত মা.সেকান্দর সওদাগরের পুত্রের।
সূত্রে জানা গেছে, পেশায পান দোকানদার সরওয়ার খান শনিবার ভোর ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে ফতেয়াবাদের বালুরটাল এলাকায় যায়। স্থানীয় ছেলেরা ওখানে বেলা সাড়ে ১০টার দিকে খেলতে গিয়ে সেখানে সরওয়ারকে শুয়ে থাকা অবস্থায় দেখতে পায়। এদিকে গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় সরওয়ার কে খোঁজাখুঁজি করে তার পরিবার। এক পর্যায়ে শনিবার দিবাগত গভীর রাতে উল্লেখিত এলাকায় মুখে ফেনা বের হওয়া অচেতন অবস্থায় সরওয়ারকে পড়ে থাকতে দেখলে ঘটনা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরন করে। এক ছেলে ও দুই মেয়ের বাবা সরোয়ার ফতেয়াবাদ স্কুল গেটের বিপরীত পাশে বড় ভাই মোহাম্মদ সেলিমের মুদি দোকানের সামনে পান বিক্রি করতেন।
এদিকে স্থানীয় সুত্রের দাবি জমিজমা নিয়ে সরওয়ারের সাথে দীর্ঘদিন ধরে তার বড় ভাই সেলিমের বিরোধ চলছিলো।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।