হাটহাজারীতে মোটর বাইক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মাসুদ আলম (১৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১২ টা ৪৫ মিনিটের দিকে হাটহাজারী পৌরসভার মুন্সির মসজিদ এলাকার আলমগীর কনভেনশন হলের সামনে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ পৌরসভার উত্তর মিরেরখীলের ৮ নং ওয়ার্ডস্থ আমানত মুন্সির পুরান বাড়ির মৃত হাজী লোকমান প্রকাশ আবুল কালাম পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ আলম নাজিরহাট থেকে নিজ বাড়ির উদ্দেশ্য ফেরার সময় উল্লেখিত স্থানে আসলে নাজিরহাটমুখী একটি পিকআপের (চট্ট মেট্টো ন -১১-৫১৫১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় মাসুদ আলম। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়ে দিলে চমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদক কে জানান, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। আর এ ঘটনায় পুলিম বাদী হয়ে একটি মামলা করবে বলেও জানান তিনি।