হাটহাজারীতে বিশেষ অভিযান চালানোর সময় পেছনে ধাওয়া করে পিকাপ ভর্তি ১ হাজার লিটার চোলাইমদ আটক করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে উপজেলার ১৪ নং শিকারপুর ইউনিয়নের দক্ষিণ কুয়াইশের বঙ্গবন্ধু মুরালের বাম পাশে কাপ্তাই হতে চট্টগ্রাম শহরগামী পাকা রাস্তার উপর থেকে এসব মদ আটক করা হয়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে থানার এসআই আলমগীর সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মদুনাঘাট ব্রীজ এলাকায় অভিযান পরিচালনার সময় ঢাকা মেট্টো ন – ১১-০৮৪৭ নাম্বারের পিকাপটি কে দাঁড়ানোর জন্য সংকেত দিলে পিকাপটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাবার চেস্টা করে। সাথে সাথে পুলিশ পিকাপটির পিছে ধাওয়া করলে উপজেলার ১৪ নং শিকারপুর ইউনিয়নের দক্ষিণ কুয়াইশ বঙ্গবন্ধু মুরালের বাম পাশে কাপ্তাই – চট্টগ্রাম রোডের উপর পিকাপটি রেখে চালকসহ হেলপার পালিয়ে যায়।
পরে উপস্থিত লোকদের সামনে পিকাপটিতে তল্লাশি চালিয়ে তা থেকে ৫০ টি সিমেন্টের বস্তার প্রতিটিতে ২০ লিটার করে মোট ১ হাজার লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়
এসময় মাদক বহনের অপরাধে পিকাপটিও জব্দ করে পুলিশ। পরে জব্দ করা পিকাপ এবং অজ্ঞাত নামা চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৩৬(১) সারণির ২৪(গ)/৩৮ এ পুলিশ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করে। যার নাম্বার – ২৮। তাং-২৮/১২/২০২২ ইং।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।