হাটহাজারীতে ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কেন্দ্রের ২৩০ কেবির একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন ধরে যায়।
শনিবার (১৫ এপ্রিল) বিকাল আনুমানিক পাঁচটার দিকে হাটহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, এই ট্রান্সফরমারের সাথে মদুনাঘাট সাবস্টেশনের সংযোগ রয়েছে। বিস্ফোরণের পর পর কযেকটি স্থানে বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সংবাদ পেযে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দূর্ঘটনার পর পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও বিদ্যুৎ বিভাগের কর্মীরা প্রচেষ্টা চালিয়ে ইফতারের পূর্বেই সঞ্চালন লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে তোলে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান জানান অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে বিদ্যুৎ কেন্দ্রটি রক্ষা পায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৫ লক্ষ টাকা হবে বলে উল্লেখ করে আনুমানিক ৫০ লক্ষাধীক টাকা উদ্ধার করা হয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানান।
হাটহাজারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) নির্বাহী প্রকৌশলী নেওয়াজ আহমেদ খান জানান, হাটহাজারী পিকিং পাওয়ার প্লান্টের ২৩০ কেবির একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে হঠাৎ আনুমানিক বিকাল পাঁচটার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ট্রান্সফরমারের সাথে মদুনাঘাট সাবস্টেশনের সংযোগ রয়েছে। এই ট্রান্সফরমার থেকে চট্টগ্রাম তথা বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। ঘটনার পর পর বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত কাজে লেগে যায়। ফলে পবিত্র রমজানের ইফতারের পূর্বেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে কোনো খানে সমস্যা নাই বলে উল্লেখ করে তিনি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রযেছে বলে গনমাধ্যমকে জানান।