হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে লোকমান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালের দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে পৌরসভার আলীপুর ৪ নং ওয়ার্ডস্থ ঘটনাস্থলে গিয়ে সংবাদের সত্যতা পায় ভ্রাম্যমান আদালত। এ সময় পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাট করার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারা অনুসারে পৌরসভার আলীপুর ৪ নং ওয়ার্ডের মৃত জরিপ আলীর পুত্র লোকমান কে ৫০ হাজার টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে উত্তর চট্টলাকে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।