পেঁয়াজের অতিরিক্ত দাম আদায় ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধকল্পে হাটহাজারীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন। এ সময় এক দোকানী কে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার চৌধুরীহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, দেশের বিভিন্ন স্থানে উদ্দেশ্য প্রনোদিতভাবে কিছু অসাধু ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের কাছ থেকে পেঁয়াজের অতিরিক্ত দাম আদায় করছে। তাই উপজেলার বিভিন্ন হাট বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারসহ পেঁয়াজের বাজারে মনিটরিং এবং অভিযান পরিচালনা করা হচ্ছে । তার অংশ হিসেবে মঙ্গলবার হাটহাজারী উপজেলার চৌধুরীহাট বাজার মনিটরিং করা হয়। এসময় পেঁয়াজের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা না থাকায় ওই বাজারের “সন্ধ্যা স্টোর” নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ১০০০০( দশ হাজার টাকা) জরিমানা করা হয় এবং বাজারের অন্যান্য ব্যবসায়ীদের কে সতর্ক করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।