হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রে প প বিভাগের সেবা ক্যাম্প, প্রচার সপ্তাহ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৯ ডিসেম্বর)উক্ত ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৩নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মুল। দেশের মানুষকে সুস্থ রাখতে পারলে উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই সরকার গ্রামে গ্রামে মানুষের দ্বোর গোড়ায় সেবা পৌঁছে দিতে আন্তরিক ভাবে কাজ করছে। বিশেষ করে মাতৃস্বাস্হ্য রক্ষা শিশু মৃত্যুর হার রোধ করতে পরিবার পরিকল্পনা ও স্বাস্হ্য বিভাগ আন্তরিক ভাবে কাজ করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিভাগীয় কর্মকর্তা / কর্মচারীদের নিদের্শনা প্রদান করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিক্সন চৌধুরী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া , ডাঃ কাউসার আকতার পপি, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম, সাবেক কর্মকর্তা পবন বিকাশ দত্ত, সংরক্ষিত মহিলা সদস্য সাজেদা ইয়াসমিন, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ আবুল মনসুর চৌধুরী।
পরে অনুষ্ঠানে সভার সভাপতি স্হানীয় ইউ পি চেয়ারম্যানকে সম্মাননা প্রদান করা হয় ও পরিবার পরিকল্পনা বিভাগের (অবঃ) কর্মচারী সবিতা রানীকে উপহার সামগ্রী ও নবাগত পরিবার পরিকল্পনা পরিদর্শকা ইতি সাহাকে বরন করে নেয়া হয়।