হাটহাজারীতে মো.আবদুল মান্নান (৪১) নামের এক ব্যক্তি শখের বশে ফুটবল খেলতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার (১০ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলায় চবি ২ নং গেটের পশ্চিমে জোবরা সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মান্নান পৌরসভার ৭ নং ওয়াডস্থ হাজী আবদুল গণি বাড়ির মৃত আবদুর রশিদের সন্তান।
জানা যায়, শুক্রবার ছুটির দিন হওয়ায় আপন তিন ভাইসহ এলাকার বেশ কযেকজন মিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে ফুটবল খেলতে যায় নির্মাণ শ্রমিক মান্নান। তবে মিনিট পাঁচেক খেলার পর অসুস্থ বোধ করায় না খেলেই মাঠের বাইরে রেস্টে চলে যান তিনি। খেলা শেষে সবাই পিকাপ গাড়ি যোগে বাড়ী ফেরার পথে উল্লেখিত রোড়ে ঝাকুনি খেয়ে পিকাপ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান মান্নান।
সাংসারিক জীবনে তিনি ১ কন্যা ও ৩ সন্তানের পিতা ছিলেন। মান্নানের এমন মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে পাড়া প্রতিবেশী ও স্বজনদের কাঁন্নায় সেখানকার আকাশ বাতাশ ভারী হয়ে উঠে।
নিহতের প্রতিবেশী আবদুল মাবুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিহত মান্নানের পরিবার অত্যন্ত দরিদ্র। দিনে এনে দিনে খায় এমন অবস্থা ছিলো তার। তাদের ঘরের অবস্থায় অত্যন্ত শোচনীয় জীর্ণশীর্ণ। তার এমন মৃত্যুতে ছোট ছোট বাচ্ছাগুলোর লেখাপড়া সুন্দর জীবন অনিশ্চিত হয়ে গেলো।
পারিবারিক সূত্রে জানা গেছে, একইদিন বাদে আছর এলাকার মসজিদ মাঠে জানাযা নামাজ শেষে সন্ধ্যার দিকে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সংশ্লিষ্ট এলাকার সহায়ক কমিটির সদস্য বশির মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।