হাটহাজারীতে বর্ণিল আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নববর্ষ বরন উপলক্ষে উপজেলা প্রশাসন গত শুক্রবার বিস্তারিত কর্মসূচি গ্রহন করেন।
কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, বাংলা নববর্ষ, অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু শীর্ষক শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম এর নেতৃত্বে মঙ্গলশোভাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় পৌরসভা চত্বরে এসে শেষ হয়। মঙ্গলশোভা যাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিল্যান্ড আবু রায়হান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমন্ডার নূরুল আলম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও গণমাধ্যম কর্মীবৃন্দ,ওসি রুহুল আমীন সবুজ, উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার, উপজেলা সমবায়, বিআরডিবি, যুব উন্নয়ন, মহিলা বিষয় ও আনসার ভিডিপি কর্মকর্তা যথাক্রমে বিজয় কুমার নাথ, শাহা আলম, শাকিলা খাতুন, এস এম জিন্নাত সুলতানা, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ শাহাজাহানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ওপ্রতিনিধি এবং শিক্ষার্থীগন,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি গন।
পরিশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।