হাটহাজারীতে অগ্নিকান্ডের ঘটনায় ১০ কক্ষ বিশিষ্ট ৫ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে । এতে পাঁচটি পরিবার সব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে।
বুধবার (০৯ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলার ৮নং মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ পশ্চিম মেখল নজর মোহাম্মদ কাজী পাড়ার সোনা মিয়া সওদাগর বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্টেশন লিডার সাদেক হাসান এবং বিভূতি বড়ুয়ার নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে উল্লেখিত পাঁচটি পরিবারের বসতঘরসহ ঘরে রক্ষিত আসবাপত্র ,নগদ টাকা ইত্যাদি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হযেছে বলে প্রাথমিকভাবে ধারনা করলেও ক্ষতিগ্রস্থরা জানান তাদের অন্তত ১৫/২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন আবুল হোসেন, মো.নাজিম, মোছা.রাবেয়া খাতুন মো.আজিম এবং সাখাওয়াত হোসেন।
জানতে চাইলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী এ প্রতিবেদককে বলেন, অগ্নিদূর্গতরা খুবই গরীব। তারা পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেননি। সবকিছু আগুনে পুড়ে যাওয়াতে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.শাহজাহান অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।