হাটহাজারীতে বাস ও সিনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের শিশুসহ ৭ নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) ১১ টা ৫০ মিনিটের দিকে উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠের সামনে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
জানা যায়, বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মুখী পদক্ষেপ পরিবহনের একটি বাস (চট্টগ্রাম) হাটহাজারী – নাজিরহাট মহাসড়কের চারিয়া ইজতেমা মাঠের সামনে ফটিকছড়িগামী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একই পরিবারের তিন শিশুসহ ৭ জনের মৃত্যু হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আশংকাজনক অবস্থায় সিএনজি অটোরিকশা চালক ফটিকছড়ির বিপ্লব মজুমদারসহ ২ জনকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত চালকের অবস্থা সংকটাপন্ন দেখে প্রাথমিক চিকিৎসার পরে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়।
এদিকে দুর্ঘটনার কারণে ঘটনাস্থল থেকে উভয় দিকে প্রায় ৩ কিলোমিটার এলাকা পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে ঘন্টাব্যাপি তীব্র যানজটের সৃস্টি হয়। আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা পর ওই রোড়ে যানচলাচল স্বাভাবিক হয়।
হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইতিমধ্যে লাশগুলো উদ্ধার করে মডেল থানায় আনা হয়েছে। এঘটনায নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। স্বজনরা লাশ শনাক্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।