হাটহাজারীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পৌরসভার এগারো মাইলস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মাঠে এ ঘটনা ঘটে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের অনুসারী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারীদের মধ্যে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা ফজলুল হকের অনুসারী ও মীর হেলালের অনুসারীদের চলা ধাওয়া পাল্টা ধাওয়ায় অনুষ্ঠানস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অন্ধকারের মধ্যে মোবাইল ফোনের আলোতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য দিক নির্দেশনামুলক সংক্ষিপ্ত বক্তব্য রেখে ঘটনাস্থল ত্যাগ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক।
হাটহাজারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিজান জানান, বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মীর হেলালের অনুসারীরা হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তার অভিযোগ, হামলাকারীরা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে নিয়োজিত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
অপরদিকে, মীর হেলালের অনুসারী পৌরসভা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, হাটহাজারীর সব রকমের দলীয় আন্দোলন সংগ্রামে আমরা মীর হেলালের নেতৃত্বে রাজ পথে ছিলাম, আছি। আর ৫ আগস্টের পর থেকে আমরা নিয়মিত পার্টি অফিসে আসছি। এর মধ্যে কিছু দুস্কৃতিকারী জাতীয়তাবাদী দল বিএনটির দলীয় ব্যানার ব্যবহার করে আ.য়ামীগকে সঙ্গে নিয়ে চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টি করছে এ ধরনের খবর পাওয়ার পর উপস্থিত বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের অনুরোধ করি বুঝানোর চেস্টা করি, তারা যেভাবে দলীয় ব্যানার ব্যবহার করছে তা কোনো সাংগঠনিক কার্যক্রমে পড়ে না। কারন হাটহাজারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কমিটি আছে, কমিটির বাইরে গিয়ে কিছু করার সুযোগ নাই। যার কারনে নির্যাতিত নেতাকর্মীরা ওখানে চলা অবৈধ অনুষ্ঠানে বাঁধা দিতে গেলে সেখানে আ.য়ালীগের এজেন্ডা বাস্তবায়নকারীদের লেলিয়ে দিয়ে আমাদের উপর হামলা করে এতে আমাদের দুজন নেতাকর্মী আহত হয়। পরে প্রকৃত বিএনপির সাথে সাধারণ মানুষ দাঁড়িয়ে সেটা প্রতিহত করে বলে জানান তিনি।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে।