বিএনপির ডাকা দুই দিনের প্রথম দিন হাটহাজারীতে হরতালের সমর্থনে বিএনপি নেতা কর্মীরা মিছিল ও পিকেটিং করেছে। অপরদিকে হরতালের প্রতিবাদে আ.লীগ, উত্তর জেলা শ্রমিকলীগ ও আ.লীগের বিভিন্ন অংগ সংগঠনসমুহ শান্তি সমাবেশ, মিছিল ও মোটরসাইকেল শোভা যাত্রা করেছে।
রবিবার (০৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ফতেয়াবাদ এলাকায় হাটহাজারী -অক্সিজেন মহাসড়কে হরতালের সমর্থনে বিএনপি নেতা কর্মীরা গাছের গুড়ি ফেলে পিকেটিং ও মিছিল করেছে বলে জানান হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক শুক্কুর মেম্বার। তবে হরতালের প্রথম দিন সকাল থেকেই উপজেলার যান চলাচল ছিলো স্বাভাবিক।
এদিকে বেলা ১২ টার দিকে পৌরসভার বাস স্টেশন এলাকায় উত্তর জেলা শ্রমিক লীগের আয়োজনে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগ যুবলীগসহ আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা হরতাল বিরুধী মোটরসাইকেল শোভা যাত্রা বের করে। বেলা ১২ টার দিকে মেখল ইউনিয়ন ছাত্রলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা একটি মোটরসাইকেল শোভা যাত্রা বের করে ইউপির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের কাছে হরতালের প্রথম দিন হাটহাজারীর কোথাও বিএনপি সমর্থকদের কোনো মিছিল পিকেটিং এবং কোনো সমর্থক আটক হয়েছে কিনা জানতে চাইলে তিনি এ প্রতিবেদক কে বলেন, ” হাটহাজারীর কোথাও বিএনপি সমর্থকদের কোনো মিছিল পিকেটিং হয়নি। এবং কেউ আটকও হয়নি। “