সারাদেশে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথমদিন রাতে চট্টগ্রামের হাটহাজারীতে মশাল মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১৯ নভেম্বর) রাত ৮ টার দিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের অনুসারীরা চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এ মশাল মিছিল করে।
জানা যায়, বিএনপির পাঁচ দফা অবরোধের পর জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে রোববার শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল। রবিবার ১৯ নভেম্বর সকাল ছয়টা থেকে আগামী মঙ্গলবার ২১ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত এ হরতাল চলবে।
মশাল মিছিলে বক্তারা বলেন, এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। তারই অংশ হিসেবে হরতালের সমর্থনে এবং সফল করার লক্ষ্যে আমরা মশাল মিছিল করেছি। এসময় শান্তিপূর্ণ হরতালের এই কর্মসূচীতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তারা।মশাল মিছিলটি উপজেলা পরিষদের পর থেকে শুরু হয়ে পৌরসভার সুবেদার পুকুর পাড় এলাকায় গিয়ে শেষ হয়।