সরকারের পদত্যাগ, ডামি নির্বাচন বর্জন ও ঘোষিত অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরীর লক্ষ্যে হাটহাজারীতে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (০৩ জানুয়ারী) সকালের দিকে পৌরসদরের বাস স্টেশন এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল এর নির্দেশে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক মো. জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান এবং হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো.অহিদুল আলম এর নেতৃত্বে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় জনসাধারণের মধ্যে বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় পৌরসভা বিএনপির আহবায়ক মো.জাকের হোসেন জানান, ফ্যাসিস্ট সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ভোটের নামে জাতির সাথে তামাশা শুরু করেছে। নিজ দলের প্রার্থীদের ডামি সাজিয়ে নির্বাচনকে হাস্যরসে রুপান্তরিত করেছে। দেশপ্রেমিক কোন দল যেমন প্রহসনের নির্বাচনে অংশ নেয়নি, তেমনী দেশপ্রেমিক জনতাও প্রহসনের নির্বাচনে ভোট দিতে যাবেনা। ভোটের নামে তামাশা বন্ধ করতে হবে। রাষ্ট্রের টাকা নষ্ট করে ভোটের নামে জাতির সাথে প্রতারণার জন্য সরকারের সাথে সাথে কথিত নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিদেরও দাঁড়াতে হবে জনতার আদালতে বিচারের কাঠগড়ায়।