চট্টগ্রাম 2:24 am, Monday, 9 September 2024

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট ইলেকট্রিশিয়ান নিহত

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ফাহিম (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে পৌর এলাকার মুন্সির মসজিদ সংলগ্ন আলমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ফাহিম পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড ফটিকা গ্রামের মকবুল আলী মিস্ত্রী বাড়ির মৃত শফিউল আলমের পুত্র।

সূত্রে জানা যায়, মাদ্রাসা ছাত্র ফাহিম পড়াশোনা বন্ধ করে দিয়ে এক ইলেকট্রিক (বিদ্যুৎ) মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলো। ঘটনার দিন সকালেও নির্মাণাধীন ওই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তার অন্যান্য সহকর্মীদের সাথে কাজ করছিল। এ সময় অসতর্কতাবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি হসপিটালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বিকেলে নিহত ফাহিমের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে গেলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় নিহতের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

একইদিন সোমবার বাদে এশা হাসমত আলী চৌধুরী জামে মসজিদ মাঠে নিহত ফাহিমের জানাজার নামাজ শেষে রাত সাড়ে আটটার দিকে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সন্দ্বীপে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট ইলেকট্রিশিয়ান নিহত

Update Time : 10:22:15 pm, Monday, 8 January 2024

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ফাহিম (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে পৌর এলাকার মুন্সির মসজিদ সংলগ্ন আলমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ফাহিম পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড ফটিকা গ্রামের মকবুল আলী মিস্ত্রী বাড়ির মৃত শফিউল আলমের পুত্র।

সূত্রে জানা যায়, মাদ্রাসা ছাত্র ফাহিম পড়াশোনা বন্ধ করে দিয়ে এক ইলেকট্রিক (বিদ্যুৎ) মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলো। ঘটনার দিন সকালেও নির্মাণাধীন ওই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তার অন্যান্য সহকর্মীদের সাথে কাজ করছিল। এ সময় অসতর্কতাবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি হসপিটালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বিকেলে নিহত ফাহিমের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে গেলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় নিহতের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

একইদিন সোমবার বাদে এশা হাসমত আলী চৌধুরী জামে মসজিদ মাঠে নিহত ফাহিমের জানাজার নামাজ শেষে রাত সাড়ে আটটার দিকে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।