চট্টগ্রাম 8:37 am, Sunday, 8 September 2024

হাটহাজারীতে বিপুল পরিমাণ মাদকসহ এক কারবারি আটক ; পিকআপ জব্দ!

হাটহাজারীতে বিপুল পরিমানের বিভিন্ন প্রকার মাদকসহ মো.নেজাম উদ্দিন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ সিপিপি -২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করেন তারা।

শনিবার (২০ মে) দুপুরের দিকে র‌্যাব-৭ কর্তৃপক্ষ মাদকসহ কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৯ মে শুক্রবার দিবাগত রাত প্রায় ১১ টার দিকে চট্টগ্রাম – ফটিকছড়ি মহাসড়কের হাটহাজারী অংশ থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, র‌্যাব-৭ সিপিপি ২ হাটহাজারী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি পিকআপ যোগে মাদকদ্রব্যের (বিদেশী মদ, গাজা এবং ফেন্সিডিল) একটি চালান বহন করে বিক্রয়ের জন্য চট্টগ্রাম হতে ফটিকছড়ি এলাকায় নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল হাটহাজারী থানাধীন চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি সন্দেহজনক পিকআপকে থামানোর সংকেত দিলে উক্ত পিকআপ হতে ০১ ব্যক্তি নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। আটক মাদকব্যবসায়ী মো.নেজাম উদ্দিন ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সিরাজুল ইসলামের পুত। পরে উক্ত পিকআপ হতে আসামীর দেখানো ও সনাক্ত মতে ০২ টি প্লাষ্টিকের বস্তা এবং ০১টি সাদা কাটুর্নের ভিতর হতে ৮৭ বোতল বিদেশী মদ, ১৪৪ বোতল ফেনসিডিল এবং ২০ কেজি গাঁজা উদ্ধার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (বিদেশী মদ, গাঁজা এবং ফেন্সিডিল) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিলো। পরে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সম্পর্কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো.রুহুল আমিন সবুজ জানান, আটককৃতকে শনিবার সকালে বিঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামী পেশাজীবিদের সম্মানে প্রীতি সম্মেলন

হাটহাজারীতে বিপুল পরিমাণ মাদকসহ এক কারবারি আটক ; পিকআপ জব্দ!

Update Time : 03:30:11 pm, Sunday, 21 May 2023

হাটহাজারীতে বিপুল পরিমানের বিভিন্ন প্রকার মাদকসহ মো.নেজাম উদ্দিন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ সিপিপি -২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করেন তারা।

শনিবার (২০ মে) দুপুরের দিকে র‌্যাব-৭ কর্তৃপক্ষ মাদকসহ কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৯ মে শুক্রবার দিবাগত রাত প্রায় ১১ টার দিকে চট্টগ্রাম – ফটিকছড়ি মহাসড়কের হাটহাজারী অংশ থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, র‌্যাব-৭ সিপিপি ২ হাটহাজারী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি পিকআপ যোগে মাদকদ্রব্যের (বিদেশী মদ, গাজা এবং ফেন্সিডিল) একটি চালান বহন করে বিক্রয়ের জন্য চট্টগ্রাম হতে ফটিকছড়ি এলাকায় নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল হাটহাজারী থানাধীন চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি সন্দেহজনক পিকআপকে থামানোর সংকেত দিলে উক্ত পিকআপ হতে ০১ ব্যক্তি নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। আটক মাদকব্যবসায়ী মো.নেজাম উদ্দিন ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সিরাজুল ইসলামের পুত। পরে উক্ত পিকআপ হতে আসামীর দেখানো ও সনাক্ত মতে ০২ টি প্লাষ্টিকের বস্তা এবং ০১টি সাদা কাটুর্নের ভিতর হতে ৮৭ বোতল বিদেশী মদ, ১৪৪ বোতল ফেনসিডিল এবং ২০ কেজি গাঁজা উদ্ধার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (বিদেশী মদ, গাঁজা এবং ফেন্সিডিল) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিলো। পরে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সম্পর্কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো.রুহুল আমিন সবুজ জানান, আটককৃতকে শনিবার সকালে বিঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।