হাটহাজারীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে৷
সোমবার (১৪ নভেম্বর) সকালে হাটহাজারী ডায়াবেটিক সমিতি এ উপলক্ষ্যে শোভাযাত্রা, বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও আলোচনা সভার আয়োজন করে।
ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আগামীতে নিজকে সুরক্ষা ডায়াবেটিসকে জানুন ” ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে সোমবার সকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ডাঃ আতাউল গনি পারভেজ, ডাঃ টিপু সুলতান ও সাইফুল আলম ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদ আহম্মদ। বক্তব্য রাখেন আজীবন সদস্য ব্যাংকার দ্বীল মোহাম্মদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ নুর উদ্দিন। উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( রাউজান) ও হাটহাজারী প্রেস ক্লাব এর নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল।
সভায় বক্তারা বলেন যারা ডায়াবেটিস রোগী তারা দীর্ঘজীবি হয়ে থাকে। কারন তারা সুশৃঙ্খল জীবন যাপন করে থাকে। এই রোগ নিরব ঘাতক হলেও যদি নিয়ম মেনে জীবন পরিচালনা করেন তাহলে কোন সমস্যা হয় না। হাটহাজারী ডায়াবেটিক সমিতি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর উপজেলা পর্যায়ে হাটহাজারীতে ডায়াবেটিস হাসপাতালের মাধ্যমে ১৫ হাজার ৫ শ ৮২ রোগীকে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে। এর মধ্যে ২ শ ৫০ জন অসহায়, দুঃস্হ ও দরিদ্র রোগীকে বিনামূল্যে জাকাত তহবিলের মাধ্যমে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে। এই সমিতির আজীবন সদস্য সংখ্যা ১শ ২৪ জন। রোগের ভাষা বুঝবে চিকিৎসক এ শরীরের ভাষা বুঝবে রোগী। তাই যাদের রোগ হয়েছে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। সময় মত চিকিৎসা না নিলে পরিসংখ্যানে দেখা গেছে প্রতি ৪ জনে ১জন ডায়াবেটিস রোগী মারা যায়। তাই প্রত্যেককে এ ব্যাপারে সচেতন হতে হবে। ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি ডায়াবেটিস হাসপাতাল থেকে শুরু হয়ে পৌরসভা এলাকা রাউজান মহাসড়ক ও কলেজ সড়ক দিয়ে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।