‘তামাক নয় খাদ্য ফলান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো
হাটহাজারীতেও বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (৩১ মে) এ উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আযোজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলমের সভাপতিত্বে সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় ধুমপানের ক্ষতিকর দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী মাদক নিযন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এসএম আলম খান, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো.জায়নুল আবেদিন।
উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কুমার নাথ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক খোরশেদ আলম শিমুল ও বোরহান উদ্দিন।
উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো.এরশাদ।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার যে ঘোষণা দিয়েছেন। তামাকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে নিজ নিজ অবস্থান থেকে প্রধানমন্ত্রীর সে ঘোষণা বাস্তবায়নের জন্য বক্তারা সকলের প্রতি আহবান জানান।