হাটহাজারীর ধলই ইউনিয়নের বদল বাড়ি সমাজ কলাণ সমিতির উদ্যেগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, গুনীজন সংবর্ধনা এবং বদল বাড়ির প্রয়াত মুরুব্বিদের স্মৃতি রক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। পশ্চিম ধলই আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ধলই ইউ পি চেয়ারম্যান আবুল মনসুর।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম। অনুষ্ঠানের উদ্বোধণ করেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড.ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক হায়দরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, সাবেক ছাত্র নেতা, পশ্চিম ধলই আদর্শ মরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি তৌহিদুল আনোয়ার। পরে অতিথিবৃন্দ সংবর্ধিতদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।