হাটহাজারীর বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাটহাজারী শাখার সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মাস্টার (৭৫) ইন্তেকাল করেছেন।
সোমবার (২২ এপ্রিল) উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলইস্থ সফিনগর গ্রামের নিজ বাড়িতে
দুপুর আনুমানিক দুইটার দিকে বার্ধক্যজনিত কারনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
এ দিকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মো.নজরুল ইসলাম মাস্টারের ইন্তেকালে স্থানীয় সাংসদ, উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলা শাখা সহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
একইদিন সোমবার রাত সাড়ে নয়টায় নিজ গ্রাম কাটিরহাট শফিনগর জামে মসজিদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।