হাটহাজারীতে সারা দেশের মত বেগম রোকেয়া দিবস, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার(০৯ ডিসেম্বর) উপজেল মহিলা বিষয় দপ্তর এ উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষনার্থীদের মধ্যে চেক বিতরন ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা মহিলা সংস্হার সভাপতি শারমিন ইকবাল রিজভী ।
সভায় জয়িতাদের পক্ষে বক্তব্য রাখেন বিবি ফাতেমা শিল্পী। অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ পাঁচ জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত জয়িতারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী শিমু আকতার( জোবরা),, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে জান্নাতুল মাওয়া( মেখল), সফল জননী মাহামুদুর নাহার (ফরহাদাবাদ), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুকারী লাকী আকতার (দেওয়াননগর) ও সমাজ উন্নয়ন বিশেষ অবদানের জন্য বিবি ফাতেমা শিল্পী (গুমানমর্দ্দন) ।