হাটহাজারীতে সেমিপাকা ভবনে সংস্কার কাজ করতে গিয়ে নিচে পড়ে ফোরকান (২৭) ও হেলাল (২৫) নামের দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুরের দিকে উপজেলার ৮ নং মেখল ইউনিয়নের ৮ নং ওয়াডস্থ সবুর মিস্ত্রি বাড়ীতে পুরাতন ভবনের সংস্কার কাজ করার সময় এ ঘটনা ঘটে।
ঘটনায় গুরুতর আহত হেলাল ওই এলাকার সোলাইমানের এবং ফোরকান মুছার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্লেখিত এলাকার মো.ফারুকের (প্রকাশ গুরইল্লে) পুরাতন টিনশেড সেমিপাকা ভবনের (সংস্কার কাজ) সানসেডে আস্তর করার সময় হঠাৎ তা ভেঙ্গে মাটিতে পড়ে যায়। এসময় পড়ে গিয়ে হেলাল ও ফোরকান গুরুতর আহত হলে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফোরকানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং হেলালকে প্রাথমিক চিকিৎসার পর স্বজনরা বাড়ি নিয়ে গেলেও পরে শারিরিক অবস্থার অবনতি হলে তাকেও চমেক নিয়ে যাওয়া হয়।
জানতে চাইলে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম সন্ধ্যার দিকে বলেন, ‘এ বিষয়টি সম্পর্কে আমার কোনো তথ্য জানা নাই।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রশ্মি চাকমা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।