হাটহাজারীতে ভাইয়ের মোটরসাইকেল থেকে পড়ে সাথী আক্তার (২২) নামের এক বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৭ জানুয়ারী)দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের পশ্চিমে সফর আলী সড়কস্থ রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বেচু তালুকদার বাড়ি এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের মেয়ে সাথী আক্তার সরকারহাট বাজার থেকে তার ভাইয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ওই এলাকার সফর আলী সড়ক পার হওয়ার সময় অসাবধানতাবসত মোটরসাইকেল থেকে নিচে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মালামাল বোঝাই ট্রাক সাথীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।