“পাহাড়ি ঢালে বসবাস, ডেকে আনে সর্বনাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে ভূমি ধসে ক্ষয়ক্ষতি রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সকাল ১১ টার দিকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বর্ণমালা কমিউনিশনের তত্ত্বাবধানে মাহমুদুল হাসান ও পার্থ সিংহ এর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেনটেশন করেন ডাঃ তাসলিমা আকতার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ডাঃ খালেদ বিন ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহানাজ আকতার ও চিকনদন্ডী ইউ সদস্য প্রমূখ।
অনুষ্ঠানে গনমাধ্যম কর্মী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি ও নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন, অতিবৃষ্টি,ভূমিকম্প, মাটিখেকোদের পাহাড় কর্তন, পাহাড়ি এলাকায় গড়ে উঠা ইটের ভাটা, অবৈধ বসতি ও অপরিকল্পিত অবকাঠামো স্হাপন ও নির্বিচারে বৃক্ষ নিধনের কারনে দেশে ভূমি ধস হয়ে থাকে। এব্যাপারে লোকজনকে সচেতন হতে হবে। জনপ্রতিনিধি, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যথাযথ ভূমিকা রাখতে হবে। প্রশাসন একার পক্ষে এসব কাজ বাস্তবায়ন করা সম্ভব নয়। মসজিদের ঈমাম মোয়াজ্জিম, ধর্ম গুরুদের প্রত্যেক অনুষ্ঠানে লোকজনকে এ বিষয়ে সচেতন করতে হবে বলে সভায় উল্লেখ করা হয়।