হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে আধ্যাত্মিকভাবে চিকিৎসা শেখা ভূযা ডাক্তার আবদুল হালিম কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(২০ ডিসেম্বর)সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো.শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে উল্লেখিত স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় ডিগ্রী বিহীন, বিনা প্রশিক্ষণ ও বিনা অনুমতিতে শল্য চিকিৎসা প্রদান করার অপরাধে ভুয়া ডাক্তার আবদুল হালিমকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত ভূয়া চিকিৎসক আবদুল হালিম উপজেলার লালিয়ারহাটের মিস্ত্রিঘাটা এলাকার মাঝির পাড়ার মৃত মকবুল আহমদের পুত্র। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হালিম জানায়, তিনি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেন এবং পরে আধ্যাত্মিকভাবে এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানেন।
স্থানীয়রা জানান, ভূয়া ডাক্তার আবদুল হালিম ওই এলাকায় দীর্ঘ সময় ধরে নাকের পলিপ ও আচিলের সমস্যা খুব অল্প সময়ের মধ্যেই সারিযে দেয়ার নামে অপচিকিৎসা করে আসছিলো।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা স্বীকার করে জানান, অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২’ মোতাবেক উল্লিখিত দন্ড আরোপ করা হয়। পাশাপাশি তার চেম্বারটি বন্ধ করে উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আফসার’কে মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে।