হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে মোট সাড়ে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(২৭ অক্টোবর)সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে উপজেলার কাটিরহাট বাজারে এই অভিযান চালানো হয়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার কাটিরহাট বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ রাখার দায়ে জিয়া ফার্মেসী কে ৫০ হাজার এবং মদিনা ফার্মেসীকে ৩০ হাজার টাকাসহ দুই ফার্মোমেসীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অনুমোদনবিহীন ঘী মজুত রাখায় হাজী সালাম স্টোরকে ১০ হাজার টাকা ও বিএসটিআই লাইসেন্স না থাকায় টিএস সরিষার তৈল ও আল জান্নাত বেকারীসহ দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । অভিযান পরিচালনার সময় বিএসটিআই পরিদর্শক মোঃ জিল্লুর রহমান, মাঠ কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন । হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার সময় সাথে থেকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. শাহিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।