হাটহাজারীতে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ ।
বুধবার (২৬ জুন) বিকালে উপজেলার নাজিরহাট নতুন ব্রীজ এলাকার পশ্চিম পাশে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা দুইটার দিকে পথচারীরা উল্লেখিত স্থানে সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে নাজিরহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থলে যাওয়া নাজিরহাট হাইওয়ে থানার পুলিশের উপ পরিদর্শক আনিসুর রহমান বিকাল চারটার দিকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসছি। পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে এটা সড়ক দুর্ঘটনা সংক্রান্ত বিষয় কিনা। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হবে। এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।