মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তথাকথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাটহাজারী উপজেলার পশ্চিম মেখল ইউনিয়নের ভুক্তভোগী একটি পরিবার।
গত ১৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় হাটহাজারী প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।সংবাদ সম্মেলন আয়োজনকারী মোঃ নাজিম উদ্দীন ও মোঃ ওসমান গণী লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন যে,২০২১ সালে তাদের প্রতিবেশী নিলুয়ারা গং অবাস্তব জায়গা দাবী করে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট আদালতে মামলা(৩৪০) দায়ের করলে তা হাটহাজারী ভূমি অফিসের সহকারী কমিশনার কে দিয়ে সরেজমিনে তদন্ত করান আদালত। কিন্তু দাবীর স্বপক্ষে কোন দলিলাদী না পাওয়ায় আদালত সে মামলা খারিজ করে দেয়।
সংবাদ সম্মেলনে বলা হয়,২০২২ সালে মামলাবাজ গ্রুপের স্বামী পরিত্যক্তা, দুশ্চরিত্রা ও ঝগড়াটে মেয়ে ঝিনু আকতার বাদী হয়ে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নাজিম, ওসমান, আরিফ, নুরু,মহিন উদ্দিন ও রোজী আকতার কে বিবাদী করে একটি বানোয়াট সিআর মামলা(৬১৩) দায়ের করে।যা বর্তমানে পিবিআই এর তদন্তাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়,ইতিপূর্বে তথাকথিত সংবাদ সম্মেলন আয়োজনকারী উপরের ছবিতে প্রদর্শিত চার জনের প্রত্যেকেই একটি মাদক মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামী। বর্তমানে কেউ কেউ জামিনে থাকলেও অন্য একজন পলাতক থাকায় অতি সম্প্রতি আদালতের নির্দেশে তার ঘরের মালামাল ক্রোক করে নিয়ে যায় হাটহাজারী মডেল থানা।