হাটহাজারীতে মুজিব নগর দিবস ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা বুধবার( ১৭ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান।
সভায় মুজিব নগর দিবসের গুরুত্ব নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, ডেপুটি কমন্ডার মোহাম্মদ হোসেন মাস্টার, ফতেপুর ইউ পি চেয়ারম্যান জায়নুল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মুহুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম খাঁন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন ( আঃ দাঃ) নিয়াজ মোর্শেদ।