হাটহাজারীতে চট্টগ্রাম জেলা পরিষদের আর্থিক সহায়তায় শহীদ মিনার নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারী) উপজেলার ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে এ শহীদ মিনার নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুহাম্মদ মঈনুদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম শওকত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিঃ মোঃ ওসমান ফারুক চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুল আলম। অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য অধ্যাপক নাজমুল হুদা মনি, অভিভাবক সদস্য কামরুল হাসান শেয়ান, মোহাম্মদ শাহাজান, এরশাদুল আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, রুমা আকতার, শিক্ষক প্রতিনিধি নার্গিস আকতার এবং এলাকার বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।