হাটহাজারীতে নিজ ঘর থেকে গলায় বেডশিট পেঁচানো সালাউদ্দিন (১২) নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলায় চৌধুরীহাটের পশ্চিমে ১নং দক্ষিণ পাহাড়তলীর ঠান্ডাছড়িস্থ বাগান বাজার এলাকার ভিকটিমের বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই শিশু উল্লেখিত এলাকার দেলোয়ার হোসেনের সন্তান।
সূত্রে জানা গেছে, উপজেলার বড়দীঘির পাড়স্থ একটি ব্যাটারির দোকানে চাকরি করতো । প্রতি দিন সকাল ৮টার দিকে সে চাকরিতে চলে যেতো তবে ঘটনার দিন সকাল ৯টা পেরিয়ে যাবার পরও সালাউদ্দিন নিজের কর্মস্থলে উপস্থিত না হওয়ায় তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক বার কল করা হয়। বার বার রিং করার পরও ফোন রিসিভ না করায় তার বাবা দেলোয়ার হোসেন চাকরি থেকে বাসায় গিয়ে দেখেন তার শিশুপুত্র ঘরের বিমের সাথে বেডশীট পেঁচিয়ে ঝুলে আছে।
পরে হাটহাজারী মডেল থানা পুলিশ কে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে বিকাল সাড়ে তিনটার দিকে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার রাতে এ প্রতিবেদক কে বলেন, ওই এলাকা থেকে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা কি তা জানা যাবে বলেও জানান তিনি।