হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হবার আটদিন পর চিকিৎসাধীন অবস্থায় মো.নাজিম উদ্দীন ( ৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত দশটার দিকে নগরীর একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরের দিকে পৌরসভার মেডিকেল গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওইদিন দুপুরে হাটহাজারী পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ ফজু তালুকদার(প্রকাশ জাকের মাস্টার) বাড়ির মৃত ইলিয়াছের পুত্র নাজিম বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে প্রায় আটদিন চিকিৎসাধীন থাকার পর ২৭ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
এদিকে শুক্রবার ২৮ এপ্রিল সকাল ১০টার দিকে হাটহাজারী বড় মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।