হাটহাজারীতে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।সোমবার(২১ নভেম্বর) এ উপলক্ষে বাংলাদেশ সশস্র অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতি এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প শ্রদ্ধা অর্পন, শোভাযাত্রা , সম্মামনা স্বারক প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) আনোয়ার পাশা চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ১ নং ফরহাদাবাদ ইউ পি চেয়ারম্যান শওকত আলম শওকত, সমাজসেবী দিদারুল আলম, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ একরাম উদ্দীন, নাজমুল হাসান শিমুল, আলহাজ্ব সেলিম উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট( আবঃ) বদিউল আলম, বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল( অবঃ) রফিকুল ইসলাম।
সার্জেন্ট (অবঃ) ছোটন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার( অবঃ) আক্তার হোসেন চৌধুরী, ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ ইব্রাহিম, ওয়ারেন্ট অফিসার সৈয়দ সাইফুল আজম, ওয়ারেন্ট অফিসার, মোঃ সেলিম উদ্দিন প্রমূখ।
সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) আবু আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক সার্জেন্ট (অবঃ) মোঃ নুরুন্নবী।