হাটহাজারীতে পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রীকে নির্মম ও নৃশংসভাবে হত্যাকারী ঘাতক স্বামী মোজাম্মেল হোসেন (৪০)’কে আটক করেছে র্যাব-৭।
রবিবার(১৩ নভেম্বর)দুপুরের দিকে র্যাব-৭ এর পক্ষ থেকে হত্যাকারী স্বামী মোজাম্মেল হোসেন কে আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার ১২ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটক আসামী মোজাম্মেল হোসেন চট্টগ্রামের সাতকানিয়ার কেউচিয়া এলাকার সিদ্দিক আহমদের পুত্র।
সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ৩০ জুলাই সকাল ৯ টার দিকে হাটহাজারী উপজেলার মেখল রোডের একটি বাসা হতে ঘাড় ভাংগা অবস্থায় একজন গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয় । তবে ঘটনার পর থেকেই ভিকটিমের স্বামী আত্নগোপনে চলে যায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৩১ জুলাই নিহতের স্বামী মোঃমোজাম্মেল হোসেনসহ অজ্ঞাতনামা আরও ১/২জনকে আসামী করে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং–৩৬, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০, এবং বিষয়টি র্যাব-৭, চট্টগ্রামকে অবহিত করেন।
নিহতের পরিবার। এর পর থেকে উক্ত হত্যা মামলায় জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু করে তারা। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিক্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে হত্যাকারী কে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে,পারিবারিক কলহের এক পর্যায়ে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘাড় ভেংগে দেয়। পরবর্তীতে ঘাতক মৃতদেহ বাসায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।