হাটহাজারী সংসদীয় আসনের জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের স্ত্রী পারভিন মাহমুদ উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ উদালিয়া গ্রামের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে নাঙ্গলের সমর্থনে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন।
গণসংযোগের সময় তিনি ওই ইউনিয়নের মহিলা ভোটারদের সাথে আসন্ন নির্বাচনসহ নানা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন। এ সময় যুবলীগ নেতা মোহাম্মদ নাছির উদ্দীন, মোহাম্মদ হোসাইন মঞ্জু আলম চৌধুরী বাপ্পী, শারমিন ডালিয়া, সাহেদুল ইসলাম চৌধুরী, মিরাজ খালেদসহ আরো অনেকেই তার সাথে ছিলেন। এর আগেরদিন বুধবার তিনি উপজেলার নাঙ্গলমোড়া ও ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ ও নূরুল আহসান লাভু, ইউপির মহিলা মেম্বারগণ ও স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে ওই দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায়ও গণসংযোগ ও পথসভা করেন।