হাটহাজারীতে আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে হাইটেক পার্ক এর প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
শুক্রবার (০১মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পৌরসভার ফটিকাস্থ কড়িয়ার দিঘীর পাড় সংলগ্ন এলাকায় শেখ কামাল আইটি প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টারের প্রকল্পের প্রস্তাবিত ওই স্থানটি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন, বিরুধী দলীয় উপনেতা স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বিটিসিএল এর ডিজিএম অহিদুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, মডেল থানার ওসি মনিরুজ্জামান, পৌর প্রশাসক আলহাজ্ব মনজুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহনেওয়াজ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলমসহ অনেকেই।
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ সময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪ জেলায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হাইটেক পার্ক স্থাপনে আন্তরিক। আমাদেরকে একটি উন্নত দেশ গড়তে বিশ্বের যে চাহিদা সেটিকে পূরণ করতে প্রযুক্তিতে জ্ঞানসম্পন্ন একটি প্রজন্ম গড়ে তুলতে হবে। হাইটেক পার্ক নির্মিত হলে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আইসিটি বিশ্বে বাংলাদেশের আয় বাড়ার সুযোগ তৈরি হবে।