সারাদেশে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের উপহার স্বরূপ ৩২,৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার দুই শতক জমির ওপর নির্মিত দৃষ্টি নন্দন গৃহসহ জমির দলিল পেলেন।
গতকাল ২৬ এপ্রিল একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব গৃহ উদ্বোধন করেন।
সারাদেশের অংশ হিসেবে হাটহাজারীতও ১৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর ও জমির দলিল পেলেন। এ উপলক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাংসদ ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ ১৫ টি পরিবারের নিকট ঘরসহ জমির দলিল হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, সহকারী কমিশনার ( ভূমি), মডেল থানার ওসি, মুক্তিযোদ্ধা কমান্ডার, গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।