হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে মো.আলী আজগর(২৯), মো.জাগির আলম(৩৭) নামের দুই মাদককারবারিকে আটক করেছে মডেল থানা পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশী করে ১৩০ (একশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ২০,০৪০/-(বিশ হাজার চল্লিশ)টাকাও উদ্ধার করা হয়।
রবিবার(৫ ডিসেম্বর)সন্ধার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সরকারহাট বাজারের সেতারা চৌধুরী মার্কেটের ২য় তলায় অবস্থিত জাগিরের ফুলের দেকান থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মো.আলী আজগর উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মির্জাপুর আশ্রয়ন প্রকল্প এলাকার মো. আবুল হাসেমের এবং মো.জাগির আলম উপজেলার ৪নং গুমানমর্দ্দন ইউপির ১নং ওয়ার্ডের ছাদেক নগর এলাকার হামদু মিয়ার বাড়ির মো.দিদারুল আলমের পুত্র।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটকের পর তাদের দেহ তল্লাশী করে ১৩০ (একশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ২০,০৪০/-(বিশ হাজার চল্লিশ)টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকাসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো বলে জানা গেছে। পরে আটককৃতের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। যার মামলা নং-০৮। তাং-০৫/১২/২০২২ইং, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ইং দাযের করা হয়।
আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো.রুহুল আমিন সবুজ জানান, আটককৃতদের সোমবার সকালেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।