হাটহাজারীর উপজেলার এনায়েতপুরের ভজন কুটির সাংস্কৃতিক একাডেমির অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) কুঠির চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকার জুয়েল দাশ। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে শ্রী মিলন তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সঞ্চয় দাশ।
সভায় বক্তারা বলেন, “শিক্ষার্থীরা আগামী দিনে দেশ পরিচালনা করবেন। তাদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বিশেষ করে তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। অন্যথায় যথাযথ ভাবে দেশ পরিচালনা করা তাদের পক্ষে কঠিন হবে।”
শিক্ষক শংকর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রুবেল দাশ, সজীব শীল, সুজন দেব, শিবু শীল, আঁখি দেবী, শীপ্রা দেবী, শান্তা দে, এনি দে, প্রমূখ।