হাটহাজারী উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ — রাজেউন।
শনিবার (২৭ জানুয়ারী) রাত ১০ টা ২০ মিনিটের দিকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চিকনদন্ডী ইউনিয়নের সদস্য তোফায়েল আহমেদ প্রকাশ তোফায়েল মেম্বার শনিবার রাত এগারটার দিকে বাচ্চু চেয়ারম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, হাসান জামান বাচ্চু দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার ভোরের দিকে হঠাৎ করে তার শারিরীক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত নগরীর মেহদীবাগস্থ একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরে সেখানে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং সেখানে রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চিকনদন্ডী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে এবারসহ দুইবার নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বেলা দুইটার দিকে ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে তিনার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।